Bengali Poem: অন্তর্দহন

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪

ত্রিসেনী তরী (মৌলভীবাজার):

কতবার যাচ্ছি চলে দূরে,
আবার আসছি ফিরে ফিরে।

কে রাখে এমন ছোটখাটো হিসেবের সমীকরণ?

জীবনের কঠোর ব্যস্ততা মেখে ছুঁটে চলে
সময়ের সাথে পাল্লা দিয়ে;
চলতে চলতে গতি হারিয়ে ফেলা,
শকট যে থেমে যায় অর্ধপথে;
তাকে কেউ মনে রাখে না।

সে আবাস হয়ে যায় মস আর জলজ শ্যাওলার,
তাকে ঘিরে ধরে…..
তরুলতা আর বনস্পতির দল তাতে;
সহস্র ফুল ফোটে বিষন্ন হয়ে
আর ঝরে যায় নিঃশব্দে।

কেহ বুঝে কি স্থবির শকটের অন্তর্দহন?

তবু তার না বলা কথারা বেঁচে থাকে,
এক টুকরো গোপন অভিমানের গল্পে!

সিলেট ২৪ বাংলা/এসডি.