Two days remand:সুনামগঞ্জে ছাত্রদের ওপর হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য মানিকের ২ দিনের রিমান্ড

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জে গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ যুবলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে আদালত কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

সুনামগঞ্জের প্রভাবশালী রাজনীতিবিদ এবং ৫ বারের জেলা সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে ২ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। যুবলীগ নেতাকর্মীদের মধ্যে আফতাব উদ্দিন এবং অন্য এক সদস্য রিগ্যানকে ১ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে এবং আওয়ামি লীগের ৩০ জন আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে।

গত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে ছাত্র-জনতা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিল তখন  তাদের ওপর এই হামলা ঘটে।

আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই হাফিজ আহমদ এই ঘটনায় মামলা দায়ের করেন।

মামলায় মোট ৯৯ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী এম এ মান্নানসহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সিলেট ২৪ বাংলা/বিডিবি