ঢাকা প্রতিনিধিঃ
রাজধানীর পল্লবীতে দুই শিশুকে নির্মমভাবে হত্যা করে তাদের বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পারিবারিক কলহ ও আর্থিক সংকটের কারণে এমন ঘটনা ঘটতে পারে।
নিহত শিশু দুটি হল সাত বছরের বিজয় ও চার বছরের মুসা। তাদের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আহত বাবা মো. আহাদকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা পল্লবীর বাইগারটেক এলাকায় বসবাস করতেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছেদুর রহমানের মতে, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, পল্লবীতে দুই শিশুকে হত্যার পেছনে পারিবারিক কলহ ও আর্থিক সংকটের মতো বিভিন্ন কারণ কাজ করতে পারে। নিহত শিশুদের বাবা আহাদ তাদের গলা কেটে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। স্থানীয়রা শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ এখনও ঘটনার সঠিক কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। আহাদের বাড়িওয়ালা নাসির সরকার জানিয়েছেন, আহাদ তিন মাস আগে তার বাসার নিচতলা ভাড়া নিয়ে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে এসেছিলেন। তিনি একজন বাসার তত্ত্বাবধায়ক এবং তার স্ত্রী গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
নাসির সরকার জানিয়েছেন, ঘটনার দিন সকাল সাড়ে ৯টার দিকে তিনি বাসার নিচতলায় চিৎকার শুনতে পান। ঘটনাস্থলে গিয়ে তিনি রক্তাক্ত অবস্থায় দুটি শিশুকে পড়ে থাকতে দেখেন। তিনি আরও জানান, আহাদ এবং তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শেখ আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, আহাদের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক।
সিলেট ২৪ বাংলা/বিডিবি