Criminal Arrest: সিলেট মেট্রোর আ:লীগ সভাপতি মোস্তাক গ্রেফতার

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪
বিশেষ প্রতিনিধি:
সিলেট মেট্রোর ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ’কে এসএমপি সিলেট কোতয়ালী থানার উপশহর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯, সিলেট।
মোঃ মশিহুর রহমান সোহেল (সহকারী পুলিশ সুপার) মিডিয়া অফিসার র‍্যাব-৯, সিলেট বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জানান,’গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল গতকাল বুধবার (২৩ অক্টোবর) আনুমানিক ০৭:৩০ ঘটিকায় এসএমপি সিলেট কোতয়ালী থানার উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে (সিলেট কোতয়ালী থানার এফআইআর নং-২৭/৩৮২, তারিখঃ ২৬ আগষ্ট ২০২৪ ইং,ধারাঃ ৩২৩/৩২৪//৩২৫/৩২৬/ ৩০৭/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০; তৎসহ ১৯০৮ সনের বিষ্ফোরক উপাদানবলী আইনের ৩/৪;) এর মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সিলেট মেট্রোর ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ (৫৫), পিতা- মৃত মঈন উদ্দিন, সাং- দোয়েল-১৪ মহিমপুর, থানা- কোতয়ালী,জেলা-সিলেট।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে এসএমপি সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও,উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৯,সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট ২৪ বাংলা/এসডি.