মাদারীপুরে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসা শামসুল সরদার ওরফে কোপা শামসুকে র্যাব গ্রেপ্তার করেছে। শুক্রবার সকালে তাকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, শামসুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, নারী নির্যাতন, ডাকাতি সহ মোট ১২টি মামলা রয়েছে। সম্প্রতি সদর উপজেলায় একটি বিস্ফোরণ ঘটনায় তার নাম জড়িত থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।
গত ২৭ আগস্ট সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় শামসুলের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছিল। এই ঘটনার পর থেকেই সে পলাতক ছিল।
র্যাবের মাদারীপুর ক্যাম্প কমান্ডার মীর মনির হোসেন জানিয়েছেন, শামসুল দীর্ঘদিন ধরে জেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে র্যাব তাকে গ্রেপ্তার করেছে।
সিলেট ২৪ বাংলা/বিডিবি