গতকাল রবিবার, ওড়িশা রাজ্যের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারি জানিয়েছেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাজ্যের প্রায় ৩৫ লাখ ৯৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১৪টি জেলায় বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
মন্ত্রীর মতে, ঘূর্ণিঝড়ের তীব্রতা কমে আসার আগেই প্রায় ৮ লাখ ১০ হাজার মানুষকে ৬ হাজারেরও বেশি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছিল, যার ফলে কোনও বড় ধরনের জানমালের ক্ষতি এড়ানো গেছে। তবে কেন্দ্রপাড়া, বালাসোর এবং ভদ্রক জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত শুক্রবার রাতে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় দানার কারণে রাজ্যটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও, প্রশাসনের দ্রুত উদ্যোগের ফলে কোনও বড় ধরনের প্রাণহানি ঘটেনি।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই সফলতায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, "মৃত্যুর সংখ্যা শূন্যে রাখার লক্ষ্যে সবাই দিন-রাত এক করে কাজ করেছেন। জনগণকে রক্ষা করতে ও তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে তাদের অক্লান্ত পরিশ্রম অত্যন্ত প্রশংসনীয়।"
ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার বেগে আঘাত হানা ঘূর্ণিঝড়টির ফলে ওড়িশা ও পশ্চিমবঙ্গের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, প্রশাসনের আগাম প্রস্তুতি ও উদ্ধার কাজের ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়া থেকে রক্ষা পেয়েছে।
সিলেট ২৪ বাংলা/ বিডিবি