Deadbody Found: সুনামগঞ্জের হাওর থেকে মৃতদেহ উদ্ধার সিলেট ২৪ বাংলা সিলেট ২৪ বাংলা প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪ সিলেট প্রতিনিধিঃ সুনামগঞ্জের সদর উপজেলায় ইব্রাহিমপুর গ্রামের পাশের হিলুয়ার হাওর থেকে একটি ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি আব্দুল আলিম (৪৫) সুরমা ইউনিয়নের বাসিন্দা। শনিবার দুপুরে স্থানীয় কৃষকেরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, আব্দুল আলিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর মৃতদেহটি হাওরে ফেলে দেয়া হয়। মরদেহে পাওয়া আঘাতের চিহ্ন এই সন্দেহকে আরও জোরদার করে। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানিয়েছেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তারা কাজ করছে। মৃতদেহটি সুনামগঞ্জে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে। সিলেট ২৪ বাংলা/বিডিবি SHARES অপরাধ বিষয়: