লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবার ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে। অবশেষে এই হামলা নিয়ে মুখ খুলেছে তারা। ২২ ই অক্টোবর, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হিজবুল্লাহর মিডিয়া অফিসের প্রধান মোহাম্মদ আফিফ ওই হামলার বিষয়ে বলেন, নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে তারাই হামলা চালিয়েছেন। আগের হামলায় নেতানিয়াহু আহত না হলেও আগামী দিনে তা ঘটবে।
এভাবে হিজবুল্লাহ ভবিষ্যতে একই ধরনের হামলা চালাতে পারে বলে ইঙ্গিত দেয়। যুদ্ধ চলা অবস্থায় ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা হবে না। হেজবুল্লার নেতা আরও জানায়, কিছু হিজবুল্লাহ যোদ্ধাকে ইসরায়েলি সেনাবাহিনী বন্দি করেছে।
এর আগে গত শনিবার লেবানন থেকে ছোড়া একটি ড্রোন তেল আবিবের উত্তরে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে। তবে ঐ সময় নেতানিয়াহু এবং তার পরিবার সেখানে উপস্থিত ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ছাড়া ঐদিনই আরও দুটি ড্রোন ভূপাতিত করার কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী। পরবর্তীতে ইসরায়েলি সেনাবাহিনী ও নেতানিয়াহুর দপ্তর হতে ড্রোন হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, নেতানিয়াহুর বাড়িকে লক্ষ্য করে তিনটি ড্রোন ছোড়া হয়েছিল লেবানন থেকে।
সিলেট ২৪ বাংলা/বিডিবি