Education:সুনামগঞ্জে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বারোপ, প্রাথমিক শিক্ষা উপদেষ্টার আশ্বাস সিলেট ২৪ বাংলা সিলেট ২৪ বাংলা প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪ সিলেট প্রতিনিধিঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, নতুন বছরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই পাবে। তিনি নিশ্চিত করেছেন যে, আগামী জানুয়ারি মাসেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি আরও জানিয়েছেন, পাঠ্যবইয়ের সংস্করণ হালনাগাদ করা হচ্ছে। তবে প্রাথমিক স্তরের বইগুলোতে তেমন পরিবর্তন আনা হচ্ছে না। ষষ্ঠ শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাঠ্যবইগুলোতে কিছু পরিবর্তন আনা হবে। শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষার বিষয়ে কথা বলতে গিয়ে ডা. পোদ্দার বলেন, সরকারি কর্মচারী হিসেবে শিক্ষকরা সরাসরি রাজনীতি করতে পারবেন না। তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য ১০ মাসব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সরকার কম্পিউটারাইজড পদ্ধতি চালু করেছে। এর ফলে আগের মতো নিয়োগ ও বদলির ক্ষেত্রে অনিয়মের সুযোগ কমে গেছে। দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে হাওর অঞ্চলে স্কুল ভবনের অবকাঠামোগত সমস্যা রয়েছে। সরকার এই সমস্যা সমাধানে কাজ করছে। হাওর এলাকায় স্কুল ভবনগুলোকে বন্যা আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহার করা যায় এমনভাবে নির্মাণের পরিকল্পনা রয়েছে। শিক্ষক সংকট দূর করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে এবং শিক্ষকদের পদোন্নতির সুযোগ বাড়ানো হচ্ছে। ১১ নভেম্বর সোমবার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা পরিদর্শনে এসেছিলেন তিনি। দুপুরে ফিমেল একাডেমি পরিদর্শন শেষে শিক্ষাব্যবস্থা উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। পরবর্তীতে তিনি দূর্গম এলাকার একটি স্কুল পরিদর্শন করেন। এরপর ফিমেল একাডেমিতে আয়োজিত হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষা উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এই সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেনসহ জেলার শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে বিকেলে তিনি জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে আয়োজিত ‘সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এই সভায় সুনামগঞ্জের সামগ্রিক উন্নয়ন, বিশেষ করে শিক্ষা খাতে আরও বেশি গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়। সিলেট ২৪ বাংলা/বিডিবি SHARES আলোচিত সংবাদ বিষয়: ডা. বিধান রঞ্জন রায়শিক্ষাসুনামগঞ্জ