Emerging Asia Cup:সেদিকউল্লাহ অটলের দুর্দান্ত পারফরম্যান্সে আফগানিস্তান চ্যাম্পিয়ন

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪
সেদিকউল্লাহ অটলের দুর্দান্ত পারফরম্যান্সে আফগানিস্তান চ্যাম্পিয়ন
খেলাধুলাঃ

ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তানের তারকা ক্রিকেটার সেদিকউল্লাহ অটল একের পর এক অসাধারণ ইনিংস খেলে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই তিনি অর্ধশতক করেছেন। আর আজ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে আফগানিস্তানকে প্রথমবারের মতো এই ট্রফি জিতিয়ে দিয়েছেন।

শ্রীলঙ্কাকে ১৩৩ রানে অলআউট করে আফগানিস্তান জয়ের পথে অনেকটা এগিয়ে গিয়েছিল। তবে লক্ষ্য তাড়া করতে নেমে তারা প্রথম বলেই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে। কিন্তু সেদিকউল্লাহর সুস্থির ইনিংস এবং বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সাহায্যে আফগানিস্তান ১১ বল হাতে রেখে ৭ উইকেটে এই ম্যাচ জিতে নেয়।

 ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন সেদিকউল্লাহ অটল। এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই ফিফটি করেছেন তিনি। আজকের ম্যাচেও তার ব্যাট থেকে ৫৫ রান এসেছে। তার এই অপরাজিত ইনিংসের সাহায্যে আফগানিস্তান ৭ উইকেটে জয় পেয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে।

শ্রীলঙ্কার বোলাররা আফগান ব্যাটসম্যানদের কিছুটা চাপে রাখলেও সেদিকউল্লাহ অটল এবং ডারইউশ রাসুলি (২৪) ও করিম জানাত (৩৩) এর ইনিংসের সুবাদে আফগানিস্তান লক্ষ্যে পৌঁছে যায়।

আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা তেমন ভালো করতে পারেনি। সাহান আরচ্চিগের বলে জুবাইদ আকবরি আউট হলে তাদের ইনিংসে এক ধরনের ধস নামে।

এই টুর্নামেন্টে সেদিকউল্লাহ অটল মোট ৫টি ম্যাচে ৫টি অর্ধশতক করেছেন এবং ৩৬৮ রান করেছেন। তার এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাকে ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবেও ঘোষণা করা হতে পারে।

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা দল এক সময় ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ছিল। মাত্র ১৫ রানে তারা ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে। কিন্তু পবন রত্নায়েকে এবং সাহান আরচ্চিগে পঞ্চম উইকেটে ৫০ রানের জুটি গড়ে দলকে সামলে তোলেন।

পবন রত্নায়েকে ২০ রান করে আউট হলেও সাহান আরচ্চিগে একাই দলকে টেনে নেন। তিনি ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে শ্রীলঙ্কাকে ১৩৩ রানের সংগ্রহ এনে দেন। নিমেশ ভিমুক্তি (২৩) তার যোগ্য সঙ্গী হিসেবে দলের জন্য ৪২ রান যোগ করেন।

আফগানিস্তানের পক্ষে বিলাল সামি শ্রীলঙ্কার ইনিংসে ৩ উইকেট নিয়ে দলকে ভালো শুরু এনে দেন।

সিলেট ২৪ বাংলা/বিডিবি