Foot Over breeze: নিহত মাইশার নামে হচ্ছে ফুটওভার ব্রিজ SYLHET 24 SYLHET 24 BANGLA প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪ ডেস্ক নিউজ: বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী মাইশা ফওজিয়া মিমের পরিবার ক্ষতিপূরণ পাবে। বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-ভোলা মহাসড়কে শিক্ষার্থীদের নিরাপদ পারাপারে বিভিন্ন উদ্যোগও বাস্তবায়ন করা হবে। এছাড়া বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ফুটওভার ব্রিজটি মাইশার নামে করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে কিছু কিছু উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফয়সাল মাহমুদ রুমি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈঠকে সর্বোচ্চ আন্তরিকতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন। তারা বাস মালিকের আর্থিক অবস্থা ও নিহত সহপাঠীর পরিবারের দিক বিবেচনা করেই সব সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে শুক্রবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাস চালককে আটক করেছে পুলিশ। শনিবার (০২ নভেম্বর) দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১১টার দিকে বাস চালককে পটুয়াখালীর মরিচবুনিয়া এলাকা থেকে আটক করা হয়। চালকের নাম মো. জামিল হোসন (২৫)। তিনি ওই এলাকার হায়দার হাওলাদারের ছেলে। উল্লেখ্য,গত বুধবার (৩০ অক্টোবর) রাত নয়টায় ববি’র সামনে নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাস চাঁপায় শিক্ষার্থী মাইশা ফওজিয়া মিম নিহত হন। তিনি ববির ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। সিলেট ২৪ বাংলা/এসডি. SHARES আলোচিত সংবাদ বিষয়: BarisalSylhet 24 Banglaপ্রতিদিনের খবরসিলেট ২৪ বাংলাসিলেটের খবর