Hezbollah Attack: ২৪ ঘন্টার মধ্যে ২য় বার ইসরাইলি নৌ ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ সিলেট ২৪ বাংলা সিলেট ২৪ বাংলা প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪ ২৪ ঘন্টার মধ্যে ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর দ্বিতীয় হামলা আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার ইসরাইলের হাইফাতে এক নৌ ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্রবাহিনী হিজবুল্লাহ্। ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে এটিই এই ধরণের দ্বিতীয় হামলা। এএফপি জানিয়ছে, ইরান-সমর্থিত সশস্ত্র জঙ্গি সংঘটন হিজবুল্লাহ বলছে, তারা ইসরাইলের হামলার জবাবে হাইফার উত্তর-পশ্চিমে ‘স্টেলা মারিস’ নৌ ঘাঁটি লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার একই এলাকায় আরো একটি হামলা চালানোর দাবি করেছে সে। হাইফার দক্ষিণ-পূর্বাঞ্চলে রামাত ডেভিড এয়ার বেস টার্গেট করে হামলা চালিয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে হিজবুল্লাহ। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হয় সেপ্টেম্বরের শেষের দিকে। গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে তারা উত্তর সীমান্ত সুরক্ষিত করার দিকে লক্ষ্য রাখছেন। ইসরাইল বিমান হামলা বাড়ানোর পর দেশটির দক্ষিণে স্থল বাহিনী প্রেরণ করেছে। হিজবুল্লাহ এবং ইসরাইল পরষ্পর সীমান্তে গুলি ছোড়াছুড়ি করে আসছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা গাজায় হামাসের সমর্থণে কাজ করছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, ২৩ সেপ্টেম্বর থেকে চলা এই যুদ্ধে ২,৬০০ জনের বেশি মানুষ মারা গেছে। সিলেট ২৪ বাংলা/বিডিবি SHARES আন্তর্জাতিক বিষয়: ইসরাইলইসরায়েলইসরেললেবাননহামাসহিজবুল্লাহহেজবুল্লাহ