প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৬:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৪, ৩:৫৮ অপরাহ্ণ
Kamala Harris and Trump: ইরানের হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্কঃ
শনিবার ভোরে ইরানের তিনটি প্রদেশের সামরিক স্থাপনায় দফায় দফায় হামলা চালায় ইসরায়েল। এই হামলা নিয়ে সম্প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প।
আজ রবিবার, টাইমস অব ইসরায়েলে তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে।
টেক্সাসে পপ তারকা বিয়ন্সে নৌলসের সঙ্গে একই মঞ্চে নির্বাচনী প্রচারণায় অংশ নেন কমলা হ্যারিস। ট্রাম্প মিশিগানের এক সমাবেশে বললেন, 'ইসরায়েল হামলা করছে—আমরা সবাই দেখছ এটি একটি যুদ্ধের পরিস্থিতি, আর তিনি (কমলা) পার্টি করে বেড়াচ্ছেন।'
অন্যদিকে কমল্যা হ্যারিস উক্ত অঞ্চলের অস্থিতিশীলতা কমিয়ে আনার দাবি তুলেন।
কমলা বলেন, 'আমার ও যুক্তরাষ্ট্র সরকারের অভিমত হল, ইরানের কারণে এই অঞ্চলে হুমকি সৃষ্টি হয়েছে। আমি বলতে চাই, এই হুমকির জন্য ইরানকে অবশ্যই থামাতে হবে এবং আমরা সব সময়ই ইরানের যেকোনো হামলার বিপরীতে ইসরায়েলকে সুরক্ষা দিয়ে যাব।'
ইরান থেকে জানা গেছে, ইসরায়েলের হামলায় অন্তত চার সেনাসদস্য নিহত ও 'সীমিত ক্ষয়ক্ষতি' হয়েছে। 'নিজেদের দেশের সুরক্ষা এবং আত্মরক্ষার অধিকার রয়েছে' এমনটাও দাবি করেছে তেহরান। তাদের এই হুমকির কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরী। ইরানের পাল্টা আক্রমণ ঘিরেও চলছে বিতর্ক।
ইতোমধ্যেই ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও অন্যন্য দেশ হতে ইরানকে হুশিয়ারি দেয়া হয়েছে যাতে আর কোন পাল্টা হামলা না করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত