আন্তর্জাতিক ডেস্কঃ
রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে 'ফ্যাসিস্ট' বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ড কমলা হ্যারিস। বুধবার বিকেলে, ওয়াশিংটন ডিসিতে ভাইস-প্রেসিডেন্টের বাসভবনের সামনে দাঁড়িয়ে তিনি তার প্রতিদ্বন্দ্বী দলকে উদ্দেশ্য করে এমন আক্রমনাত্মক মন্তব্য করেন।
ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ জন কেলিকে উদ্ধৃত করে কমলা হ্যারিস ট্রাম্পকে 'মানসিক ভারসাম্যহীন ও অস্থির' বলে মন্তব্য করেন।
নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে মি. ট্রাম্পকে 'ফ্যাসিস্ট' বলে দাবি করেন জন কেলি।
জন কেলির কথার সুর ধরে কমলা হ্যারিস আরো বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে 'ফ্যাসিস্টের সাধারণ সংজ্ঞার সঙ্গে খাপ খায়'। ডোনাল্ড ট্রাম্পের হিটলার-প্রীতি আছে এবং তার এই প্রতিদ্বন্দ্বী 'একচেটিয়া ক্ষমতা' চেয়েছিলেন বলেও দাবি করেন কমলা হ্যারিস ।
পরে তাকে মি. ট্রাম্প ফ্যাসিবাদী কিনা জিজ্ঞেস করা হলে তার জবাবে তিনি হ্যাঁ সূচক উত্তর দেন।
ইতিমধ্যেই কমলা হ্যারিসের এই আক্রমনাত্মক মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “তিনি বাগাড়ম্বরপূর্ণ কথা বলেই যাচ্ছেন। আমাকে অ্যাডলফ হিটলার এবং তার মনে মনে আরও যা যা কিছু আছে, বলে ডাকতে যাচ্ছেন।”
ট্রাম্প মিস হ্যারিসকে “কমরেড কমলা হ্যারিস” হিসেবেও সম্বোধন করেছেন এবং তিনি কমলা হ্যারিসকে তিনি “গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ” হিসাবে বর্ণনা করেছেন। অন্যদিকে, মি. ট্রাম্পের প্রচারণা দল ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ এনেছে।
প্রচারণা দলের মুখপাত্র স্টিভেন চেয়াং এর মতে কমলা হ্যারিস ক্রমশঃ মরিয়া হয়ে উঠছেন কারণ, তিনি 'হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন' এবং 'তার প্রচারণা বিপর্যস্ত হয়ে পড়েছে'।
আগামী ৫ই নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উভয় প্রতিদ্বন্দ্বী দল একে অন্যের নামে বিষেদগার করবে, এটা খুবই স্বাভাবিক। এ ধরনের যুদ্ধের মূল উদ্দেশ্য হল, সমর্থকদের অনুপ্রাণিত করা এবং প্রতিপক্ষের প্রচারাভিযানকে ব্যাহত করা।
ডেমোক্রেটিক গ্রুপ থার্ড ওয়ে’র পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট ম্যাট বেনেটের বলচেন, কমলা হ্যারিস কেন জন কেলির বক্তব্যকে ধরে মন্তব্য করেছেন, সে বিষয়টি স্পষ্ট। “তিনি এখন যা করছেন, তা কৌশলগত” এমনটাই দাবি করেন তিনি (ম্যাট বেনেটর)।
তিনি আরও বলেছেন, “ তবে তার এটা নিশ্চিত করা দরকার ছিল যে, জন কেলি যা বলেছেন, ভোটাররা যেন তা জানতে পারেন, এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে পারেন।”
সিলেট ২৪ বাংলা/বিডিবি