ভারতের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবার ওয়েব সিরিজের কেন্দ্রবিন্দুতে। সালমান খানকে হুমকি ও বাবা সিদ্দিকের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনি বহুবার আলোচনায় এসেছেন। এবার তার জীবন ও কর্মকাণ্ড নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মিত হচ্ছে।
জানি ফায়ার ফক্স ফিল্ম প্রোডাকশন হাউস এই সিরিজটি প্রযোজনা করছে এবং ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই এটি নির্মাণের অনুমতি দিয়েছে। সিরিজে লরেন্সের অপরাধ জগতে উত্থান, তার অপরাধমূলক কর্মকাণ্ড এবং ভারতের বাইরে তার অপরাধী নেটওয়ার্কের বিস্তারিত তুলে ধরা হবে।
তবে এখনো লরেন্স বিষ্ণোইয়ের চরিত্রে কে অভিনয় করবেন, সেটি জানা যায়নি। এই সিরিজটির পরিচালকও গোপন রাখা হয়েছে। রাজনীতিবিদ অমিত জনি এই সিরিজটির প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিউজ ২৪ বাংলা/বিডিবি