Meetings and gatherings: বরই কান্দি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের মিলন মেলা SYLHET 24 SYLHET 24 BANGLA প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৪ সত্যজিৎ দাস: ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা এলাকার বরই কান্দি আদর্শ গ্রাম এর সদ্য প্রতিষ্ঠিত সংগঠন বরই কান্দি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের এক মিলন মেলা ও সভা অনুষ্টিত হয়েছে। দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের সভাপতি আকিকুর রহমান আকিক শুক্রবার (০৮ নভেম্বর) টাইমস্ টুডেকে জানান;’ গত বুধবার (০৬ নভেম্বর) রাতে পুর্ব লন্ডনের একটি হলে এ মিলন মেলা ও সভাটি অনুষ্টিত হয়েছে’। সভাপতি আকিকুর রহমান আকিকের সভাপতিত্বে এবং সময় টিভি বাংলা ইউকের প্রধান সম্পাদক ইমরান হাসনাত জুমান ও মহসিন নওয়াজের পরিচালনায় অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত নারী উন্নয়ন সংস্থার বাংলাদেশ এর চেয়ারম্যান শাহিন আলম। উক্ত সভায় বক্তব্য রাখেন;’ সাহান চৌধুরী,মোহাম্মদ মুজিব হোসেইন,মহিউদ্দিন আলমগীর,সমশের মিয়া। অন্যান্যদের মাজে বক্তব্য রাখেন এডভোকেট সফিক আহমেদ,আকতার হোসেন,পুতুল আহমেদ, আজিজুর রহমান মতি, মুমিনুর রশিদ,কুদ্দুস আহমেদ,ফারুক আহমেদ,খালিক আহমেদ, কামাল উদ্দিন,এনাম আহমেদ,মোহাম্মদ শাহজাহান আহমেদ,রুহুল আমিন,বাবর আহমেদ,আতিকুর রহমান লিটন,আমিনুর রহমান,সাফি আহমেদ, তানিম আহমেদ,রুবেল আহমেদ প্রমুখ”। এ সময় বিলেতে বরই কান্দি এলাকার অন্য একটি সংগঠনকে এই সংগঠনের সাথে যুক্ত করে নতুন নাম করণ করা হয় “বরই কান্দি ইউনাইটেড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে” নামে, আগামীতে যা এই নামেই সকল কার্যক্রম চালিত হবে। সভায় ২১ সদস্য বিশিষ্ট্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। বরই কান্দি ১ নং রোড থেকে আকতার হোসেন,পুতুল আহমেদ,মোহাম্মদ শাহজাহান, মহসিন নেওয়াজ,মোজাহিদ আহমেদ, ইমরান হাসনাত জুমান, রুহুল আমিন,এনাম আহমেদ,বাবর আহমেদ,শাফি আহমেদ। বরই কান্দি ২ নং রোড থেকে এডভোকেট সফিক আহমেদ, হেলাল আহমেদ,জাহাঙ্গীর আলম,তানিম আহমেদ। ৪ নং রোড থেকে রুবেল আহমেদ,১০ নং রোড থেকে আজিজুর রহমান মতি,কুদ্দুস আহমেদ, কামাল উদ্দিন,আমিনুর রহমান,মৌলানা মাহবুবুর রহমান,কাজী রুবেল,কাজী লায়েক,কাজী বাবর উদ্দিন ও কাজী রুপন। সিলেট ২৪ বাংলা/এসডি. SHARES আন্তর্জাতিক বিষয়: SylhetSylhet 24 Banglaসিলেট ২৪ বাংলা