তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতির প্রথম চলচ্চিত্র 'নয়া মানুষ' মুক্তির অনুমতি পেয়েছে। ২৩ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছবিটি সনদ পায়।
আ. মা. হাসানুজ্জামানের জনপ্রিয় গল্প 'বেদনার বালুচরে' অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে নির্মিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও মৌসুমী হামিদ। জি-সিরিজের ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় নির্মিত 'নয়া মানুষ' চলতি বছরের মধ্যেই দর্শকদের সামনে আসবে বলে জানিয়েছেন প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।
নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, "বানভাসি মানুষের জীবনযাপন এবং তাদের দুঃখকষ্টের গল্প নিয়ে নির্মিত 'নয়া মানুষ' সিনেমাটি নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে মুক্তির অনুমতি পেয়েছে। সবার সহযোগিতায় এই ছবিটি সম্পন্ন করতে পেরে আমি খুশি।"
ছবিতে সুজলা চরিত্রে অভিনয় করা মৌসুমী হামিদ বলেন, "চরের মানুষের জীবনযাপন এবং তাদের সংগ্রামের গল্প আমাকে খুবই আকৃষ্ট করেছে। চরের মধ্যে শুটিং করা কঠিন হলেও, একজন অভিনেত্রী হিসেবে আমি এই চ্যালেঞ্জটা উপভোগ করেছি।"
২০২২ সালে শুরু হওয়া ছবিটির শুটিং সিত্রাংয়ের তাণ্ডবে ব্যাহত হলেও, ২০২৩ সালের এপ্রিলে কাজ শেষ হয়েছে। কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মিত এই ছবিতে আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি এবং শিশুশিল্পী ঊষশীসহ আরো অনেকে অভিনয় করেছেন।
সিলেট ২৪ বাংলা/বিডিবি