Oscar: অস্কারের নতুন মুখঃ কোনান ও ব্রায়েন

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪
অস্কারের নতুন মুখ কোনান ও ব্রায়ান
বিনোদন ডেস্কঃ

প্রতি বছরের শুরুতেই অস্কারের উপস্থাপক কে হবেন, সেই নিয়ে চর্চা শুরু হয়ে যায়। গত দুই বছর ধরে জিমি কিমেল এই দায়িত্ব পালন করেছিলেন। এবার নতুন করে চমক দিয়ে আয়োজকরা ৯৭তম অস্কারের উপস্থাপক হিসেবে জনপ্রিয় কমেডিয়ান কোনান ও’ব্রায়েনকে বেছে নিয়েছেন।

পাঁচবারের এমি জয়ী কোনান ও’ব্রায়েনের এই নিয়োগে অস্কার আয়োজকরা খুশি। অ্যাকাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা বিল ক্রেমার বলেন, “আমরা খুবই উচ্ছ্বসিত যে, কোনান ও’ব্রায়েন আমাদের আগামী অস্কার উপস্থাপনা করবেন। তাঁর প্রতিভা, রসবোধ এবং সিনেমার প্রতি ভালোবাসা এই অনুষ্ঠানকে আরও সফল করবে।”

কোনান ও’ব্রায়েনের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং জনপ্রিয়তা তাকে অস্কারের মতো একটি বড় অনুষ্ঠানের জন্য উপযুক্ত করে তুলেছে। তাঁর রসবোধ দর্শকদের মনোরঞ্জন করবে এবং অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বখ্যাত কমেডিয়ান কোনান ও’ব্রায়েন অস্কারের নতুন উপস্থাপক হিসেবে নির্বাচিত হয়েছেন। এক্সে তাঁর ২৭ মিলিয়ন অনুসারী রয়েছে এবং তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি ভক্তদের জানিয়েছেন।

আশির দশকে ক্যারিয়ার শুরু করা কোনান, ‘লেট নাইট উইথ কোনান ও’ব্রায়েন’ অনুষ্ঠানের মাধ্যমে নব্বই দশকে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর ‘দ্য টুনাইট শো উইথ কোনান ও’ব্রায়েন’ এবং ‘কোনান শো’র মতো জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মাধ্যমে তিনি আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। সর্বশেষ তিনি ‘কোনান ও’ব্রায়েন নাস্ট গো’ শো করেছেন।

এমি পুরস্কারের সঞ্চালনার মতো অভিজ্ঞতা রয়েছে কোনানের। দু’বার এমি পুরস্কার অনুষ্ঠান সঞ্চালনা করেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে তিনি খুব বেশি ব্যস্ত ছিলেন না। এই অবস্থায় অস্কারের মতো একটি বড় অনুষ্ঠানের দায়িত্ব পেয়ে তিনি অবশ্যই উচ্ছ্বসিত।

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র পুরস্কার, অস্কার, প্রতি বছর কোটি কোটি দর্শককে টেলিভিশনের সামনে বসিয়ে রাখে। এই বিশাল অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করার জন্য আয়োজকরা প্রায়শই জনপ্রিয় কমেডিয়ানদের উপস্থাপক হিসেবে নির্বাচন করেন। হাস্যরসের ছোঁয়া দিয়ে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করাই এই পদ্ধতির মূল উদ্দেশ্য।

অতীতে বিলি ক্রিস্টাল ৯ বার এবং উইপি গোল্ডবার্গ চারবার অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। এছাড়াও অন্যান্য অনেক কমেডিয়ানই এই মঞ্চে তাদের হাস্যরসের জাদু ছড়িয়েছেন। কমেডিয়ানদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও মজার এবং স্মরণীয় করে তোলে।

আগামী ২ মার্চ, ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হবে ৯৭তম অস্কার। দেখা যাক, এইবার কোন কমেডিয়ান দর্শকদের হাসাতে সফল হবেন।

সিলেট ২৪ বাংলা/বিডিবি