Rumor:মিমের জন্মদিন ও সন্তান নেওয়ার গুজব সিলেট ২৪ বাংলা সিলেট ২৪ বাংলা প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪ বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম গত ১০ নভেম্বর তার ৩২তম জন্মদিন উদযাপন করেছেন। তবে এই জন্মদিনে তার নতুন কোনো পরিকল্পনা ছিল না। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে একটি সাধারণ আয়োজন করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমের ব্যক্তিগত জীবন নিয়ে নানা রকমের গুজব ছড়িয়ে পড়েছে। অনেকেই দাবি করছেন যে, মিম শীঘ্রই মাতৃত্বের আনন্দ উপভোগ করতে যাচ্ছেন। এই গুজবের সত্যতা যাচাই করতে সাংবাদিকরা মিমের সঙ্গে যোগাযোগ করেন। এই প্রসঙ্গে মিম বলেন, “আমি কখনোই আমার ব্যক্তিগত জীবন লুকিয়ে রাখি না। যদি আমার জীবনে কোনো বড় পরিবর্তন আসে, তাহলে অবশ্যই সবাইকে জানাব। তবে এখনো সন্তান নেওয়ার কোনো পরিকল্পনা নেই। আমি এখন কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই।” মিমের এই মন্তব্যের পর স্পষ্ট হয়েছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবটির কোনো ভিত্তি নেই। তিনি এখনো তার কর্মজীবনের প্রতি মনোনিবেশ করেছেন। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ বিদ্যা সিনহা মিম তার অভিনয় দক্ষতার পাশাপাশি লেখক হিসেবেও স্বনাম খ্যাত। তিনি ২০১৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা জিতে চলচ্চিত্র জগতে পা রাখেন। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ ছবির মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। এরপর ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয় করে তিনি মৌসুমীর সঙ্গে যৌথভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি মিম লেখালেখির দিকেও মনোযোগ দিয়েছেন। ২০১২ সালে তিনি তার প্রথম গল্পের বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’ প্রকাশ করেন। এরপর ২০১৩ সালে তার উপন্যাস ‘পূর্ণতা’ বইমেলায় প্রকাশিত হয়। মিম তার সুন্দর অভিনয় এবং সৃজনশীল লেখার জন্য দর্শকদের মনে স্থান করে নিয়েছেন। সিলেট ২৪ বাংলা/বিডিবি SHARES আলোচিত সংবাদ বিষয়: ঢাকাই চলচ্চিত্রবাংলা সিনেমাবিদ্যা সিনহা মিমবিনোদনমিম