Singer’s Death:জনপ্রিয় গায়ক মনি কিশোর আর নেই সিলেট ২৪ বাংলা সিলেট ২৪ বাংলা প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪ মনি কিশোর। ছবিঃ গুগল থেকে সংগ্রহিত বিনোদন ডেস্কঃ নব্বই দশকের জনপ্রিয় গায়ক মনি কিশোর আর নেই। রাজধানীর রামপুরায় তার নিজের বাসায় শনিবার রাতে তার মৃতদেহ উদ্ধার করা হয়। রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন জানিয়েছেন, মনি কিশোর একা থাকতেন এবং গত কয়েক দিন ধরে তাকে দেখা যায়নি। বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তিনি তিন-চার দিন আগে মারা গিয়েছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মনি কিশোরের বড় ভাই অশোক কুমার মণ্ডল জানিয়েছেন, মনি বিভিন্ন রোগে ভুগছিলেন। দীর্ঘদিন ধরে একাকী জীবন যাপন করছিলেন। মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। তার জনপ্রিয় গানের মধ্যে ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’ ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি ২০টির বেশি গান লিখেছেন ও সুর করেছেন। সিলেট ২৪ বাংলা/বিডিবি SHARES আলোচিত সংবাদ বিষয়: মনি কিশোর