Temple vandalism: রংপুর সদর উপজেলায় মহাদেব মন্দির ভাঙচুর

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪

রংপুর প্রতিনিধি:

বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার সদর উপজেলাধীন চন্দনপাঠ ইউপির যাদবপুর গ্রামের রেললাইন সংলগ্ন মহাদেব মন্দিরে ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

মন্দির কমিটির সভাপতি হরিদাস কুমার জানান, মন্দিরগুলো কে বা কারা ভাঙছে তা তারা জানেন না।

স্থানীয় সূ্ত্রে জানা যায়,সদর উপজেলাধীন চন্দনপাঠ ইউপির যাদবপুর গ্রামের রেললাইন সংলগ্ন মহাদেব মন্দিরের মহাদেব,রাধা কৃষ্ণ,রাধা গোবিন্দ ও ছোটা পীর মূর্তি দুবৃর্ত্তরা ভাঙচুর করে।

এর আগে ২০২৩ সালের ২৯ জুলাই রংপুর সদর থানার গোপীনাথপুর গ্রামের শাহিনুর ইসলামের ছেলে শাকিল আহমেদ মন্দিরটিতে ভাঙচুর করার অভিযোগে গ্রেফতার হয়ে জেলে গিয়েছিলেন। বর্তমানে তিনি জামিনে আছেন।

আগামীকাল অর্থাৎ বুধবার (২৩ অক্টোবর) মামলার পূর্ণাঙ্গ রায় হওয়ার কথা রয়েছে। ঐ আসামি যেন মামলা থেকে অব্যাহতি না পায় এজন্য নিজেরাই মন্দির ভাঙতে পারে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। ঘটনাস্থল রংপুর সদর থানা পুলিশ পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সিলেট ২৪ বাংলা/এসডি.