truck seized in Moglabazar: মোগলাবাজারে ভারতীয় চিনি ও ট্রাক জব্দ, চালক গ্রেপ্তার সিলেট ২৪ বাংলা সিলেট ২৪ বাংলা প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪ মোগলাবাজারে ভারতীয় চিনি ও ট্রাক জব্দ, চালক গ্রেপ্তার সিলেট প্রতিনিধিঃ গত ৯ তারিখে, সিলেটের মোগলাবাজার থানার এসআই (নি:) সুমন মিয়া একটি গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানার সামনে চেকপোস্ট বসান। সকাল ১০:৫০ মিনিটে, তিনি একটি নীল রঙের ত্রিপল দিয়ে ঢাকা একটি ট্রাককে থামিয়ে তল্লাশি করেন। ট্রাকটির নম্বর ছিল ঢাকা মেট্রো-ট-২০-০৮৯৬। তল্লাশির সময়, ট্রাকের ভিতরে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় মোট ২৮০ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। সিলেটের মোগলাবাজারে গতকাল একটি গুরুত্বপূর্ণ অভিযান চালিয়ে পুলিশ ভারতীয় চিনির একটি বড় চালানসহ একটি ট্রাক জব্দ করেছে এবং ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, মোগলাবাজার থানার এসআই (নি:) সুমন মিয়া গোপন সংবাদের ভিত্তিতে একটি চেকপোস্ট বসিয়ে একটি নীল রঙের ট্রাককে থামিয়ে তল্লাশি করেন। ট্রাকটির নম্বর ছিল ঢাকা মেট্রো-ট-২০-০৮৯৬। তল্লাশিতে ট্রাকের ভিতরে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় মোট ২৮০ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ১৪,০০০ কেজি চিনি ছিল। আনুমানিক এই চিনির বাজার মূল্য ১৬,৮০,০০০ টাকা। চালক মো: জসিম উদ্দিনকে চিনির বৈধ কাগজপত্র দেখাতে বললে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ফলে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মোগলাবাজার থানায় একটি মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত চিনি, ট্রাক এবং চালককে আদালতে হাজির করা হবে। পরবর্তীতে এসআই (নি:) সুমন মিয়া উক্ত বিষয়ে বাদী হয়ে এজাহার দায়ের করলে মোগলাবাজার থানার মামলা নং-০৫/১৩৯, তারিখ-০৯/১১/২০২৪খ্রি:, ধারা-The Special Powers Act, 1974 এর 25B(1)(b)/25D রুজু করা হয়। আসামীকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। সিলেট ২৪ বাংলা/বিডিবি SHARES প্রচ্ছদ বিষয়: মোগলাবাজারসিলেট