প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৬:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৪, ৬:২৯ অপরাহ্ণ
Yaba empress: কুলাউড়ার শরীফপুর থেকে ইয়াবা সম্রাজ্ঞী আটক
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উজেলায় ইয়াবাসহ রুজিনা বেগম (২৫) কে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ নভেম্বর) শরীফপুর ইউনিয়নের ইটারঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান টাইমস্ টুডেকে শুক্রবার (০৮ নভেম্বর) বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন;' মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক নির্দেশ মোতাবেক বিগত ৫ সেপ্টেম্বর হতে সারাদেশে মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, মৌলভীবাজার এর পরিদর্শক জাকির হোসেন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফ ও পুলিশ ফোর্সের সমন্বয়ে একটি রেইডিংপার্টি জেলার কুলাউড়া থানাধীন শরীফপুর ইউপি ইটারঘাট এলাকাস্থ অভিযান চালিয়ে রুজিনা বেগম(২৫) এর দখলীয় বসতঘর হতে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আসামী রুজিনা বেগমকে গ্রেফতার করা হয়'।
তিনি আরও বলেন;'আসামী মোঃ জলাল মিয়া প্রকাশ জালাল (৩১) ঘটনার সময় পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের করা হয়েছে'।
সিলেট ২৪ বাংলা/এসডি.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত