ভ্যলারি জালুঝনি (ইউক্রেনের সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা ) দাবি করেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইউক্রেনের সংঘাতে রাশিয়ার বন্ধু দেশগুলো ইতোমধ্যেই জড়িয়ে পরেছে। উত্তর কোরিয়া, চীন এবং ইরান এসব দেশ সেনা এবং অস্ত্র দিয়ে এই যুদ্ধে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। ইউক্রেনিস্কা প্রাভাদার ইউপি ১০০ পুরস্কার অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি
জালুঝনি বলেন, আমি অবশ্যই বিশ্বাস করি ২০২৪ সালে, আমরা বিশ্বাস করতে পারি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের সামনে দাঁড়িয়ে আছে। সত্যি বলতে, ইতিমধ্যে ইউক্রেনে প্রবেশ করেছে। ইরানের শহীদীরা (ড্রোন) প্রকাশ্যে বেসামরিকদের হত্যা করছে, কোনো লজ্জা ছাড়া। উত্তর কোরিয়ার সেনা আর চীনের যুদ্ধাস্ত্র এখন প্রকাশ্যে এই যুদ্ধে ব্যবহৃত হচ্ছে। ।
এই ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ থামাতে ইউক্রেনের মিত্রদেশগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, ইউক্রেনের মাটিতে এই যুদ্ধকে এখনই থামানো উচিৎ। কিন্তু, আমাদের মিত্রদেশগুলো বুঝতে চায় না। এটি নিশ্চিত যে ইউক্রেনের এখন অনেক শত্রু।
সিলেট ২৪ বাংলা/বিডিবি